বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ - ২২:০৩
আমেরিকাকে প্রকৃত কূটনীতির প্রতি প্রতিশ্রুতি প্রমাণ করতে হবে

আমেরিকাকে প্রকৃত কূটনীতির প্রতি প্রতিশ্রুতি প্রমাণ করতে হবে

ইরান যেকোনো আগ্রাসনের কড়া জবাব দেবে: বাকায়ী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরান ও আমেরিকার মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর প্রসঙ্গে বলেছেন, প্রথমে ওয়াশিংটনকে প্রমাণ করতে হবে যে তারা কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী ব্রিটেনের স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকাকে আগে প্রমাণ করতে হবে যে তারা সত্যিই কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, কূটনীতিকে অবৈধভাবে ব্যবহার করা উচিত নয়, না একে প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত এবং না-ই একে শত্রুদের বিরুদ্ধে মানসিক যুদ্ধে পরিণত করা উচিত।

ইসমাইল বাকায়ী আগামী কয়েক সপ্তাহে পারমাণবিক আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে করা এক প্রশ্নের উত্তরে বলেন, পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওমান, কাতার ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং যেমনটি আমরা বলেছি, কূটনীতি কখনও থামে না।

আমেরিকা ও ইসরায়েলি দখলদার সরকারের সাম্প্রতিক আগ্রাসনের পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে করা এক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, আমার মনে হয় প্রথমে বোঝা দরকার আসলে কী ঘটেছে। যা ঘটেছে তা আগ্রাসন – প্রথমে ইসরায়েল এবং তারপর আমেরিকা আমাদের ভূখণ্ডের অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছে।

তিনি বলেন, গত ১২ দিনে যা ঘটেছে, তা ছিল ইরানি জনগণের উপর অন্যায় ও অযৌক্তিক হামলা। এই আগ্রাসনে – আমাদের দেশে চাপিয়ে দেওয়া নৃশংস যুদ্ধে – প্রায় এক হাজার মানুষ শহীদ হয়েছেন।

ইসমাইল বাকায়ী বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে মূল বিষয় হলো, আমাদের এই পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কঠোরতম তদারকির অধীনে কাজ করছিল।

এই সাক্ষাৎকারে তিনি ইসরায়েলি সরকারের যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা আপনাদের নিশ্চিত করছি – আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের আগ্রাসনের মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো আগ্রাসনের কঠিন জবাব দেবে – গত দুই সপ্তাহে আমরা তা প্রমাণ করেছি। আমরা আমাদের জাতি, সম্মান এবং মর্যাদার রক্ষায় আমাদের অটল সংকল্প প্রদর্শন করেছি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha